যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের হেনস্তার ঘটনায় বাংলাদেশের সম্মানহানি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি জাগো নিউজকে এসব কথা বলেন। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি নেতারা বলছেন, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তি বা দলকে নয়, গোটা জাতিকে ছোট করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা এটা করেছে, এটা তাদের কুরুচির পরিচয় দিয়েছে। এখানে কোনো ব্যক্তি নয়, দেশের সম্মানহানি হয়েছে। বিএনপির আরেক নেতা চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাগো নিউজকে বলেন, গোটা দেশ ও জাতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় আন্তর্জাতিক মহলে। বিশ্বের উন্নত দেশগুলোতে সরকার বা রাজনৈতিক দলের নেতারা বিদেশে গেলে সবাই ঐক্যবদ্ধভাবে স্বাগত জানায়, নিজেদের দাবি-দাওয়া জানায়।...