নাটোরসহ রাজশাহী বিভাগের তিন জেলায় দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের পরিবহন ধর্মঘট চলছে। চাঁপাইনবাগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট রুটে বাস চলাচল বন্ধ আছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় এই তিন জেলার শ্রমিক নেতাদের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রমিকরা। বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে সরাসরি বাস না পেয়ে ভেঙে ভেঙে যেতে তাদের বেশি সময় ও খরচ লাগছে। ঢাকাগামী যাত্রী নাহিদা জানিয়েছেন, আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় তার পরীক্ষা আছে। সরাসরি বাস না পেয়ে তাকে এখন ভেঙে ভেঙে যেতে হবে। এতে তার খরচ ও সময় বেশি লাগবে। আরেক যাত্রী সাহেদ বলেন, দুর্ভোগ কমাতে দ্রুত সমস্যা সমাধান করা উচিত। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া...