চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে ক্লাস চলবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী তথ্যটি নিশ্চিত করেছেন। এ ছাড়া ওই সপ্তাহের মধ্যে বন্ধের দিনে (শুক্রবার ও শনিবার) যেসব বিভাগের পরীক্ষা আছে, সে পরীক্ষাও স্থগিত থাকবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব বলেন, ছাত্রদের দাবি ছিল যে, তারা পরীক্ষার মধ্যে কিভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাবে। এর পরিপ্রেক্ষিতে আমরা সভায় সিদ্ধান্ত নিয়েছি যে, নির্বাচনের ওই সপ্তাহে রবিবার থকে বৃহস্পতিবার এবং শুক্র-শনিবার বন্ধে মধ্যে যদি কোনও বিভাগের পরীক্ষা থাকে সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে ক্লাস চলবে। এদিকে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজকে শেষ দিন হলেও,...