রাশিয়ার বিরুদ্ধে এবছর তিনবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে নরওয়ে সরকার। তবে এটি ইচ্ছাকৃত ছিল নাকি পরিচালনা ব্যবস্থার ভুল ছিল সেটি স্পষ্ট নয় বলেও জানিয়েছে তারা। নরওয়ে সরকার মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনাগুলো ১ থেকে ৪ মিনিট মতো স্থায়ী হয়েছিল। এক দশকের মধ্যে রাশিয়ার এ ধরনের সীমা লঙ্ঘনের ঘটনা এটিই প্রথম। নরওয়ে ও রাশিয়া উপকূলের আর্কটিক ব্যারেন্টস সী তে রুশ যুদ্ধবিমানের দুটো আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে ২৫ এপ্রিলে এবং ১৮ অগাস্টে। আরেকবার আকাশসীমা লঙ্ঘন হয় ২৪ জুলাইয়ে নরওয়ের সবচেয়ে উত্তরের ফিনমার্ক কাউন্টির জনবিরল এলাকায়। ফিনমার্ক কাউন্টির সঙ্গে রাশিয়ার সীমান্ত আছে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেছেন, “রাশিয়া এটি ইচ্ছাকৃতভাবে করেছে, নাকি পরিচালনার ভুল ছিল তা আমরা নির্ধারণ করতে পারিনি। তারপরও যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না এবং...