ডিসেম্বরে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনতে ভোগ্যপণ্য আমদানিতে বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরইমধ্যে এলসি সহজ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানির ক্ষেত্রে অগ্রিম অর্থ প্রদানের সীমা সংশোধন করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, এখন থেকে আমদানিকারকেরা ২০ হাজার ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়া অগ্রিম পরিশোধ করতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ হাজার ডলার। খাদ্য মূল্যস্ফীতি আরও কমিয়ে আনতে ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া, রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থ দেওয়ার সীমা বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়েছে। এলসি খোলায় বাজারে ডলার সংকট হবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘মূল্যস্ফীতিটাকে...