মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থী এসব অন্যায়কে লাল কার্ড দেখিয়ে দেশপ্রেমের শপথ নেয়। পরে বিদ্যালয়ের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন মাহমুদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ও সাংবাদিক আশীষ সাহা। উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, সদস্য হাসান ইমাম চৌধুরী প্রমুখ। এ সময় সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে...