দুর্গাপূজার আগে নজিরবিহীন বৃষ্টি কলকাতায়। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে জলমগ্ন কলকাতার অলিগলি। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে রয়েছেন ফল বিক্রেতা, দৈনিক যাত্রী, সাধারণ পথচারী। কারও মৃত্যু হয়েছে খোলা বিদ্যুতের তারে হাত লেগে, কারও বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে। প্রথম মৃত্যুর খবর আসে দক্ষিণ কলকাতা থেকে। সেখানে জলমগ্ন রাস্তায় পড়ে গিয়ে বিদ্যুতের খুঁটিতে হাত লাগাতেই মৃত্যু হয় এক ফল বিক্রেতার। একই ভাবে কালিকাপুর মোড়ের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ৫০ বছরের সঞ্জয় মন্ডল নামে এক ব্যক্তির। কলকাতার গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেস ইকবালপুরের হোসেন শাহ রোডে ও বেনিয়া থেকেও উদ্ধার হয়েছে মরদেহ। চিত্তরঞ্জন মেডিকেল কলেজে সংলগ্ন জলাবদ্ধ এলাকায় এক অজ্ঞাত পরিচিয় যুবকের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্টে। এই মৃত্যুর জন্য বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাকে দায়ী...