৯০ বছরের বেশি সময় ধরে বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর থানা। থানার জমি অবৈধভাবে দখল করে থাকা ব্যক্তিরা জমি ছেড়ে অন্যত্র চলে গেলে মঙ্গলবার বিকালে মুকসুদপুর থানার পুলিশ তাদের জমি বুঝে নেয়। জানা গেছে, ১৯১৭ সালের পর মুকসুদপুর থানার কার্যক্রম শুরু হওয়ার পর থানার পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে দোকানপাট গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। কয়েক বছর আগে থেকে থানা কর্তৃপক্ষ কয়েকবার তাদের নোটিশ করে জমি ছেড়ে দিতে। কিন্তু তারা জমি ছাড়তে গড়িমসি করে। সম্প্রতি তাদের সঙ্গে মুকসুদপুর থানা আলোচনায় বসে এবং জমি ছেড়ে দিতে বলে। তারা মঙ্গলবার জমি থেকে তাদের স্থাপনা সরিয়ে নিয়ে দখল ছেড়ে দেয়। পরে বিকালে পুলিশ সাড়ে ৭ শতাংশ জমি বুঝে পায়। এ বিষয়ে মুকসুদপুর থানার...