রাজবাড়ীর বহুল আলোচিত আমজাদ খান হত্যা মামলার আসামি মো. সুজন মন্ডলকে ফরিদপুর কোতয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম। র্যাব জানায়, গত ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বশত্রুতার জেরে সুজন মন্ডলসহ কয়েকজন রাজবাড়ী সদর থানার মুচিদহ এলাকায় ভিকটিম আমজাদ খানের বাড়িতে প্রবেশ করে। এসময় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমজাদ খানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর...