২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম গত ১০ বছরে অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় দায়িত্ব পালনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৪ জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩৮৬ জন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তথ্য সূত্রে জানা যায়, ২০১৫ থেকে ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিতে গিয়ে এ মৃত্যু ঘটে। আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণ, ধস এবং অন্যান্য দুর্ঘটনায় তারা দগ্ধ বা নিহত হন। সর্বশেষ গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ ফায়ার লিডার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর মধ্য দিয়ে ফায়ার সার্ভিসের কর্তব্যরত অবস্থায় শহীদ ফায়ার ফাইটারের সংখ্যা দাঁড়াল ৪৯ জনে। এর মধ্যে গত...