২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর চরের কৃষকরা আখ চাষ শুরু করেছেন। উমারপুর ইউনিয়নের মাটি আখ চাষের উপযোগী হওয়ায় স্থানীয়ভাবে পরিচিত গেন্ডারি, বোম্বাই, মুগী জাতের আখ চাষে উদ্বুদ্ধ হয়েছেন চাষীরা। ঐ ইউনিয়নের অধিকাংশ কৃষক গত কয়েক বছর থেকে আখ চাষ করে এখন তারা স্বাবলম্বী হয়েছেন। রোগ বালাইয়ের তেমন একটা ক্ষতি না হলে, এক একরে দুই লক্ষাধিক টাকার আখ বিক্রয় করা যায়। উৎপাদন খরচ ৬০-৭০ হাজার টাকা বাদে একরে দেড় লাখের বেশি টাকা লাভ হয়। এজন্য প্রতি বছর কৃষকদের আঁখ চাষে আগ্রহ বাড়ছে। উমারপুর ইউনিয়নের চর বাউশা গ্রামের কৃষক সাইফুল ইসলাম ও সামাদ আলী জানান, লাভজনক ফসল হলেও আখ চাষে তারা অধিক চাষের সাহস করেন না। কারণ হিসেবে তাদের...