উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য নতুন চমক নিয়ে আসছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। অপারেটিং সিস্টেমটির সর্বশেষ সংস্করণে পরীক্ষামূলকভাবে যোগ হয়েছে ভিডিও ওয়ালপেপার ফিচার। ব্যবহারকারীদের ডেস্কটপে এমপি৪ বা এমকেভি ফরম্যাটের ভিডিওকে ওয়ালপেপার হিসেবে সেট করার সুযোগ দেবে। ডেস্কটপ স্ক্রিনে প্রবেশ করলেই ভিডিও প্লে হতে শুরু করবে। জনপ্রিয় থার্ড পার্টি অ্যাপ ‘ওয়ালপেপার ইঞ্জিন’ এর মতোই কাজ করবে ফিচারটি। এর আগেও উইন্ডোজ ভিস্তা’র সর্বশেষ সংস্করণে ‘ড্রিমসিন’ ফিচারের মাধ্যমে ভিডিও ওয়ালপেপারের সুবিধা দিয়েছিল মাইক্রোসফট। তবে উইন্ডোজ ৭ থেকে সেই সুবিধা সরিয়ে নিয়েছে কোম্পানিটি। ভার্জ লিখেছে, উইন্ডোজ ব্যবহারকারীদের বহুল প্রত্যাশিত ফিচার ভিডিও ওয়ালপেপার, যার ইঙ্গিত মেলে, পিসি গেইম কেনা, খেলা এবং আলোচনার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘স্টিম’-এ। বিপুলসংখ্যক ব্যবহারকারীর কারণে প্ল্যাটফর্মটির শীর্ষ ১০ গেইম ও অ্যাপের তালিকায় রয়েছে ওয়ালপেপার। এদিকে, গত কয়েক বছর ধরে উইন্ডোজ ১১-এর জন্য ডাইনামিক...