বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত ৬৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও একজন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩১৭৩ জনে, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ২৯ বছর। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের নিয়ে সেপ্টেম্বর মাসে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হল ১১ হাজার ৬৯৭ জন। এর আগে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০...