বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের করিডোরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের স্লোগান দেওয়ার অভিযোগে আল-আমিন ফকির (৩৫) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। আল-আমিন ফকির মোড়েলগঞ্জ উপজেলার ছোট বাদুরা গ্রামের এলেম ফকিরের ছেলে।আরো পড়ুন:মহেশখালীর মনির হত্যার রহস্য উদঘাটন, ২ আসামির জবানবন্দিমানিকগঞ্জে ফ্ল্যাট থেকে মা ও ২ সন্তানের লাশ উদ্ধার মহেশখালীর মনির হত্যার রহস্য উদঘাটন, ২ আসামির জবানবন্দি প্রত্যক্ষদর্শী অ্যাডভেকেট এস এস ইমরান বলেন, ‘‘বাগেরহাটে মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মামলায় ৪১ জন আসামি হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে আদালতের করিডোরে বের হওয়ার পর তারা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে আদালতের বিচারক দ্রুত এজলাস কক্ষ ত্যাগ করে...