২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম মধ্যপ্রাচ্যের সংঘাত কেবলমাত্র ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমেই সমাধান করা যেতে পারে বলে বিশ্বাস করে রাশিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে এ কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ‘আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মৌলিক প্রস্তাব এবং দ্বি-রাষ্ট্রীয় পদ্ধতির ভিত্তিতে ফিলিস্তিন-ইসরাইলি সমস্যা সমাধানের সম্ভাবনা সম্পর্কে আন্তর্জাতিক অবস্থানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ,’ তিনি বলেন। মস্কো এটিকে ‘সম্ভবত সমাধান খুঁজে বের করার একমাত্র সম্ভাব্য উপায়’ বলে মনে করে, ‘যা এখন তার সমগ্র ইতিহাসের সবচেয়ে তীব্র এবং সবচেয়ে দুঃখজনক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে,’ পেসকভ আরও বলেন। ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় নৃশংস সামরিক অভিযান পরিচালনা করছে, যার ফলে ৬৫,৩৮২ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং ১,৬৬,৯৮৫ জনেরও বেশি...