২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম জেলার ঝিনাইগাতী উপজেলা হল রুমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, শোনা যাচ্ছে এখনো এখনো রাতের আঁধারে বনাঞ্চল থেকে বালু উত্তোলন ও পাচার হচ্ছে। তিনি অবিলম্বে বনবিভাগকে বালু উত্তোলন ও পাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগের প্রতি আহ্বান জানান। এছাড়া বালু চোরাচালান ও গরু চুরি বন্ধে থানার পুলিশকে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরুজজামান আকন্দ, আলহাজ্ব সফিউদ্দিন আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার আলম, হাজি উছি আমিরুননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওম্মে কুলসুম, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার...