প্রতিদিনই মৃত্যুর অশনি বার্তা বয়ে আনছে খুলনার নদ-নদীতে ভেসে অজ্ঞাত মরদেহগুলো। জলের বুক চিরে গত এক বছরে অর্ধশতাধিক মরদেহ উদ্ধার হয়েছে খুলনায়। আর প্রতিটি নিথর দেহ শহরবাসীর হৃদয়ে জাগিয়ে তুলছে ভয় আর অস্থিরতার তরঙ্গ। রহস্যে আচ্ছন্ন এ মৃত্যু মিছিলের ছায়া এখন ঢেকে দিচ্ছে পুরো নগরীর নিঃশ্বাস।সম্প্রতি খুলনায় উদ্বেগজনক হারে বেড়েছে নদ-নদীতে মরদেহ উদ্ধারের ঘটনা। গত এক বছরে নদী থেকে অন্তত ৫০টি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। অজ্ঞাত এসব মরদেহের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো, যা বাড়াচ্ছে জনমনে আতঙ্ক। ঘন ঘন মরদেহ উদ্ধারের এ প্রবণতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা।নৌ-পুলিশের তথ্য মতে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫০টিরও বেশি মরদেহ উদ্ধার হয়েছে। এর...