নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন এক বড় ব্যবসায়িক সুযোগ পেয়েছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাদের মোট ব্যাগ চাহিদার অর্ধেক মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিসিআইসি’র মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. সাইফুল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে প্রতিষ্ঠানটিকে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বিসিআইসি এখন থেকে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং পলিথিন (পিই) ব্যাগের ৫০ শতাংশ সরাসরি মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে সংগ্রহ করবে। প্রসঙ্গত, মিরাকল ইন্ডাস্ট্রিজ ২০১৫ সালের ৯ জুলাই শিল্প মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে আবেদন করেছিল। দীর্ঘ সময় পর সেই আবেদনের ভিত্তিতেই এ অনুমোদন প্রদান...