গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। নিহত শামীম আহমেদ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইজাহাটি গ্রামের আব্দুল হামিদের ছেলে। ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন শামীম আহমেদ। তিনি তিন সন্তানের জনক ছিলেন। ডা. শাওন বিন রহমান বলেন, ‘গতকাল সোমবারের বিস্ফোরণের পর চারজন দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন।...