খেলা একটা সময়ে ছিল শখের বিষয়। কিন্তু খেলায় পেশাদারিত্ব আসার পর থেকেই অর্থের ঝনঝনানি বেড়েছে। প্রতিবেশী দেশ ভারতের একটা সময়ে আয়ের বড় একটা অংশ আসতো বিনোদন জগত থেকে। বর্তমানে ভারত ক্রিকেট বিশ্বে আয়ের দিক থেকে শীর্ষ দল। শুধু শীর্ষ দল বললে ভুল হবে। ক্রিকেট খেলুড়ে সব দল বছরে যা আয় করে তার চেয়ে ঢের বেশি আয় করে ভারত। ক্রিকেট খেলার কারণে বাংলাদেশও অনেক টাকা আয় করছে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগে নাজমুল হাসান পাপন যখন ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন; তখন গুঞ্জন ছিল ক্রিকেট বোর্ডের ফান্ডে জমা আছে ৯০০ বোটি টাকা। অথচ আওয়ামী লীগ সরকার পতনের ১৩ মাসের মাথায় জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ডে জমা আছে ১৩৯৮ কোটি টাকা রেখে। এছাড়াও আরও প্রায় ৪০ কোটি টাকা...