নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে দলটি বিক্ষোভও করেছে। শুধু আখতারকে ডিম নিক্ষেপ করেই ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকেও অকথ্য ভাষায় গালাগালি করেছেন। এর তীব্র নিন্দা জানিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইতে বলেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। নিজের ফেসবুক পোস্টে তাজনুভা লেখেন, ‘রাজনীতিতে আসার পর থেকে আমরা নারীরা হেন কোনো গালি নাই শুনি নাই। হেন কোনো সাইবার বুলিং নাই যার মধ্যে দিয়ে যায় নাই। ম বর্গীয়, খ বর্গীয়সহ সব ধরনের গালাগালি নিত্যনৈমিত্তিক বিষয়। কিন্তু আজকে নিউইয়র্কে জারাকে যে অকথ্য ভাষায় আক্রমণ করা হলো, আখতারের ওপর হামলা করা হলো,...