ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪তম উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নে ‘অকৃতকার্য’ হয়েছেন। সর্বোচ্চ ১০ নম্বরের মধ্যে মাত্র ২.৪৫ পেয়েছেন তিনি। ‘ইবি সংস্কার আন্দোলন’-এর শিক্ষার্থীদের নিয়ে চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের ডায়না চত্বরে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরে প্ল্যাটফর্মটি। এ সময় প্ল্যাটফর্মটির সদস্য খন্দকার আবু সাঈম, ত্বকী ওয়াসিফ, আবদুল্লাহ আল রাহাত, রাউফুল্লাহ খান, নওশীন শারমিলি ও উম্মে হাবিবাসহ অন্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর চালানো এ জরিপে ৮৭৬ জন আবাসিক ও ৪৩৬ জন অনাবাসিক শিক্ষার্থী অংশ নেয়। অনলাইন গুগল ফর্ম ও সশরীরে মতামত দেওয়া মোট শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩১২ জন। জরিপে সেশনজট নিরসন, ছাত্র হত্যার বিচার, ছাত্র সংসদ গঠন, নিরাপত্তা...