রোহিঙ্গা বিষয়ক গবেষক রেজাউর রহমান লেনিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুরুতেই আমরা ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প করার বিরোধিতা করেছিলাম৷ আসলে ওটা একটা কারাগারের মতো৷'' অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরভাসানচরে রোহিঙ্গাদের পাঠানো বন্ধ আছে বলে মঙ্গলবার ডিডাব্লিউকে জানিয়েছেনরোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনকমিশনার মিজানুর রহমান৷ আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী বিষয়ক সেলের প্রধান মো. নাজমুল আবেদীন ডিডাব্লিউকে বলেন, ‘‘নানা কারণে ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী পাঠানো (রিলোকেট) এখন বন্ধ আছে৷ এখন এই ক্যাম্পই বন্ধ করে দেয়া হবে, নাকি রিলোকেট আবার শুরু হবে, কোনো বিষয়েই সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি৷ তবে দুইটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে৷ নানা পর্যায়ে কথা হচ্ছে৷'' To play this audio please enable JavaScript, and consider upgrading to a web browser thatsupports HTML5 audio রোহিঙ্গা বিষয়ক কমিশনার মিজানুর রহমান জানান, নতুন করে...