সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যালন ডি’অর এর মঞ্চে শেষ হাসি হাসলেন উসমান দেম্বেলে। রাইমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমার পর ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন এই পিএসজি তারকা। এই ৬ ফরাসি ফুটবলার মিলে ব্যালন ডি’অর জিতেছেন মোট ৮ বার, যেখানে মিশেল প্লাতিনি একাই জিতেছেন ৩ বার আর বাকিরা ১ বার করে। দেম্বেলের ব্যালন ডি’অর জেতার মধ্য দিয়ে দেশ হিসেবে সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ে আর্জেন্টিনার পাশে নাম বসলো ফ্রান্সের। দুই দেশের ফুটবলারদের ব্যালন ডি’অর রয়েছে সমান ৮ টি করে। দুই দেশেরই ব্যালন ডি’অর এর সংখ্যা ৮ হলেও এর মাঝে রয়েছে বিস্তর পার্থক্য। ফ্রান্সের ৬ ফুটবলার মিলে জেতা ৮ ব্যালন ডি’অর এর বিপরীতে আর্জেন্টিনার হয়ে মেসি একাই জিতেছেন রেকর্ড ৮ ব্যালন ডি’অর। মেসি প্রথমবার...