পুরোনো জেরুজালেমের হারাম আল-শরিফ কমপ্লেক্সে অবস্থিত আল-আকসা মসজিদ, যা মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান, আজও ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের সবচেয়ে স্পর্শকাতর ইস্যু। সম্প্রতি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্যাপক দখলদারী, প্রতীকীভাবে আল-আকসার নিচে সুড়ঙ্গ খনন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহুর স্পষ্ট ঘোষণা যে ‘জেরুজালেম চিরকাল ইসরায়েলের থাকবে’- এসব ঘটনা আবারও আঞ্চলিক উত্তেজনাকে উত্তপ্ত করে তুলেছে। এই প্রতিবেদনে আমরা অনুসন্ধান করব কীভাবে এই প্রাচীন মসজিদটি শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক ও জাতীয়তাবাদী সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এতে থাকছে ঐতিহাসিক পটভূমি থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত, আল-আকসা কীভাবে ‘সবচেয়ে স্পর্শকাতর স্থান’ হয়ে উঠেছে তার বিস্তারিত বিশ্লেষণ। ইসলাম ধর্ম মতে, ৬২০ খ্রিস্টাব্দের এক রাতে মহানবী হযরত মুহাম্মাদকে (সা.) মক্কা থেকে আল-আকসা ও সেখান থেকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ মুসলিমদের কাছে মুহাম্মদ (সা.) এর ইসরা ও মিরাজের স্থান...