দীর্ঘ ২৩ দিনের অচলাবস্থার অবসান হতে চলেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থী-শিক্ষকদের সফল আলোচনায় চলমান সংকট কাটিয়ে অতি দ্রুত ক্যাম্পাস খোলার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ভূত পরিস্থিতি নিরসনে আলোচনা পরবর্তীতে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটি জানান উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া। কম্বাইন্ডসহ ৩ ডিগ্রিই চালু থাকছে বলেও জানানো হয় এ সময়।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় আয়োজিত শিক্ষক-শিক্ষার্থীর যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জিএম মুজিবর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ সংশ্লিষ্ট শিক্ষকরা। আন্দোলনকারী পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদেরও একটি প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের পক্ষ থেকে...