ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে অধ্যাদেশ জারি হলে কলেজের স্বতন্ত্র কাঠামো ও ঐতিহ্য নষ্ট হবে বলে দাবি করেছেন ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থীরা। এ সংক্রান্ত অধ্যাদেশ জারি না করার দাবিতে কলেজ দুটির শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজের এইচএসসির শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন। একই সময়ে বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হলে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অস্তিত্ব সংকটে পড়বে। এখানে এইচএসসি পর্যায়ের পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে। এতে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষায় সংকোচন করা হবে। এ সংকট নিরসনে স্বতন্ত্র কাঠামোর অধীনে সাত কলেজ রাখার দাবি জানান তারা। অন্যদিকে বদরুন্নেসা কলেজের ছাত্রীদের অভিযোগ,...