ভাইরাল জ্বর হলে বেশিরভাগ সময় বিশ্রাম এবং যত্নই যথেষ্ট; ব্যাকটেরিয়াল হলে প্রয়োজন হতে পারে অ্যান্টিবায়োটিক। সমস্যাটা হয় সেখানেই, কী করে বুঝবেন আপনার জ্বর কোন দলে পড়ে? ভাইরাসের নাকি ব্যাকটেরিয়ার কারণে? জ্বর মানেই খারাপ কিছু নয়। জ্বর একটি সতর্কবার্তা। জ্বর হওয়া মানে শরীর বলছে-আমি লড়ছি। এ লড়াইয়ের প্রতিপক্ষ যদি ভাইরাস হয়, তাহলে সাধারণত লক্ষণগুলো একটু ছড়িয়ে থাকার মতো হয়, শরীরজুড়ে যেন হয়। নাক দিয়ে পানি পড়া, হাঁচি, গলা খুসখুস, হালকা থেকে মাঝারি কাশি, শরীর ব্যথা, ক্লান্ত লাগা। অনেক সময় চোখ দিয়ে পানি পড়ে, গলা শুকনা শুকনা লাগে , মাথা ধরে, এসবও থাকে। বেশিরভাগ ভাইরাল জ্বরে দুই-তিন দিনের মাথায় একটু একটু করে ভালোর দিকে যায়। কারও কারও ক্ষেত্রে চতুর্থ বা পঞ্চম দিনের বেশি লেগে যেতে পারে। এখানে একটা ভুল ধারণা রয়েছে। কম...