ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতির আলোচনা ও মিলাদ মাহফিল NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। রাঙ্গামাটি:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতি রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতি রাঙ্গামাটি জেলার সভাপতি পেয়ার আহমদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, বিশেষ অতিথি ছিলেন, জেলা কার্য্যালয়ের ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া।অনুষ্ঠানে ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, মহানবী (সা.) আরব জাতিকে যে শিক্ষা দিয়েছিলেন তা বিশ্বের সব জাতির জন্যই অনুকরণীয়।...