নওগাঁয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। নওগাঁ:নওগাঁয় মৌসুমী আরএমটিপি প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে মূল্য সংযোজিত মৎস্য পণ্য (ফিস বল, ফিস কাটলেট, ফিস ষ্টিক, ফিস ফ্রাই, ফিস বারবিকিউ ইত্যাদি) উৎপাদন ও বাজারজাতকরণে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উকিলপাড়ায় মৌসুমীর প্রধান কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌসুমীর উপ-নির্বাহী পরিচালক এরফান আলী। দুইদিন ব্যাপি প্রশিক্ষণে নওগাঁ সদর, রাণীনগর, আত্রাই উপজেলা ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ২৫জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রিজম হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট ইনষ্টিটিউট যশোরের প্রিন্সপ্যাল মুসলিমা খাতুন।এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেন, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আব্দুর রউফ পাভেল। নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী...