ঢাকা: নির্বাচন কমিশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করেছে। আজ চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।এর আগে এই নির্বাচনের সময় ছিল ১২ অক্টোবর। সেটিই পিছিয়ে ১৫ অক্টোবর (বুধবার) করা হয়েছে।অধ্যাপক একেএম ফরিফুল হক সিদ্দিকী জানন, প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন তিন দিন পেছানো হয়েছে। তিনি আরও বলেন, ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে।এর আগে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।চাকসু ও হল সংসদ নির্বাচনে সর্বমোট মনোনয়নপত্র জমা পড়েছে ৯৩১টি। এর মধ্যে কেন্দ্রীয়তে জমা দিয়েছেন...