যশোরের বেনাপোলে কার্গো ট্রাকসহ বিপুল ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ৫৫ লাখ টাকা। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ মালামাল জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর নির্দেশে বিজিবি সদস্যরা একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। সন্দেহ হলে ট্রাকটি বেনাপোল বিওপিতে এনে তল্লাশি করা হয়। তল্লাশির পর ট্রাকটির ভেতর থেকে বিপুল চোরাচালানের পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে এক হাজার ৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি-পিস, ১০...