দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার সকাল কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সম্পন্ন হয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোঃ নূর বখ্ত, হাফেজ মাওলানা মোজাম্মেল হক আইমানি, হাফেজ মাওলানা ইসরাফিল, হাফেজ মাওলানা আইয়ুব আলী আনসারী ও মাওলানা রেজাউল করিম প্রমুখ। বক্তারা বলেন, প্রাথমিক স্তর শিশুর জীবনের ভিত্তি। এখানে নৈতিকতা ও আদর্শ গঠনের জন্য ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। বর্তমানে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক না থাকায় শিশুরা কাঙ্খিত নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি সরকার গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে, যা...