এবারের এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের যাত্রা শুরু করেছিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে লড়াই দিয়ে। পরবর্তী দুটি ম্যাচও অনুষ্ঠিত হয় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে তারা অবস্থান করছিল শহরের একটি হোটেলে। তবে সুপার ফোর পর্বে চিত্রটা কিছুটা ভিন্ন। এখানে বাংলাদেশকে খেলতে হচ্ছে দুবাইয়ে, আর সেইসঙ্গে পড়তে হয়েছে বাড়তি চাপে—টানা দুই দিনে দুটি ম্যাচে নামতে হবে টাইগারদের। আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আর তার পরদিনই মুখোমুখি হবে পাকিস্তানের। সুপার ফোরে থাকা বাকি দলগুলোর কারওই টানা দুই দিনে ম্যাচ খেলার ঝামেলায় পড়তে হয়নি। বাংলাদেশের...