তিনি আরও বলেন, অনেক সময় ছোটখাটো ঘটনা ধর্মীয় বিষয় হিসেবে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে দেশব্যাপী গুজবে রূপ নেয়। এসব গুজব ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম সর্বদা মাঠে থাকবে। তারা ২৪ ঘণ্টা সাইবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।এসপি বলেন, পূজামণ্ডপগুলোকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মন্দিরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সদর উপজেলায় পাঁচটি পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে মানুষের সমাগম বেশি হয়।রওনক জাহান বলেন, পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট কমিটিকে সরকারি নির্দেশনা মেনে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সচ্ছলদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে এ ব্যবস্থা করার কথা বলা হয়েছে।একই সঙ্গে মাদকের বিরুদ্ধ জিরো টলারেন্স উল্লেখ করে তিনি মাদক রুখতে পুলিশের পাশাপাশি প্রত্যেকের এগিয়ে আসার আহবান জানান। এ ছাড়া বিষয়টি নিয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা...