গত ২০২৪ সালের ১২ নভেম্বর কটিয়াদীতে ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই তিনি উপজেলা প্রশাসনকে ঢেলে সাজাতে কাজ শুরু করেন। সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতে ফিরেছে শৃঙ্খলা, কমেছে দুর্নীতি ও জনভোগান্তি। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক, ভোক্তা অধিকার লঙ্ঘন, অবৈধ পুকুর খনন, কৃষিজমি নষ্ট, লাইসেন্সবিহীন ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ১০০টিরও বেশি অভিযান পরিচালনা করেন। এতে একাধিক ব্যক্তি কারাদণ্ড ও আর্থিক জরিমানায় দণ্ডিত হন। অনেক অবৈধ স্থাপনা, পার্টি সেন্টার ও কফি হাউস বন্ধ করে দেওয়া হয়। উপজেলার সরকারি রাস্তা, হাট-বাজার, খাল ও জলাশয় দখলমুক্ত করতে কঠোর অবস্থান নেন ইউএনও। জনপ্রতিনিধি ও প্রভাবশালী মহলের চাপ উপেক্ষা করে সরকারি জমি উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। প্রতি সপ্তাহে নির্ধারিত একদিন ইউএনও কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হয়, যেখানে সাধারণ মানুষ সরাসরি তাদের...