রাস্তাগুলোর মাপজোক হয়, প্রকল্প তৈরি হয়, টেন্ডার কমিটিতেও ফাইল পাঠানো হয় কিন্তু টেন্ডার আর হয় না। ফলে পৌর এলাকার স্কুলগামী কয়েক হাজার শিশু ও শিক্ষার্থীদের দুর্ভোগ কমেনা। অপরটি দুই কিলোমিটার মাটির রাস্তা কাদাপানিতে ডুবে থাকায় দু’শ পরিবারের লোক বর্ষার তিনমাস মসজিদে নামাজে যেতে পারে না। উৎপাদিত কৃষি পন্যও বাজারে নিতে পারে না। একটি রাস্তার ব্রিজ ভেঙে রেখে পালিয়ে গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তিন গ্রামের বাসিন্দারদের ৫/৬ কিলোমিটার ঘুরে নিকটবর্তী হাটবাজার ও চিকিৎসার নিতে যেতে হয়। কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের পৌর এলাকায় ৩ নম্বর ওয়ার্ডের ঢাকা রোড থেকে আশার মোড় পর্যন্ত পাকা রাস্তাটি ৭১৫ মিটার দীর্ঘ। মেরামতের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে রাস্তাটি। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে কমর পর্যন্ত পানি জমে যায়। অথচ এই রাস্তায় রয়েছে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সরকারী মাধ্যমিক বিদ্যালয়,...