নিহতরা হলেন- মালয়েশিয়া প্রবাসী দেওয়ান শাহীন আহমেদের দ্বিতীয় স্ত্রী শিখা আক্তার (২৯), ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) ও মেয়ে সাইফা আক্তার (২)। জানা যায়, জেলার হরিরামপুর উপজেলার আন্দামানিক গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহীনের সঙ্গে প্রায় তিন বছর আগে শিখা আক্তারের বিয়ে হয়। জীবিকার তাগিদে শাহীন মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছেন। গত ১৫ ও ১৬ আগস্ট তিনি স্ত্রী শিখাকে নিয়ে পশ্চিম বান্দুটিয়ার মুক্তাদিরের বাড়ি ভাড়া নেন। পরদিন শাহীন মালয়েশিয়া ফিরে যান এবং শিখা বাসা ছেড়ে চলে যান। পরে ৭ ও ৮ সেপ্টেম্বর সন্তানদের নিয়ে আবারও ওই বাসায় ওঠেন শিখা। শিখার ছেলে আরাফাত ইসলাম আলভি স্থানীয় বেসরকারি শাহীন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে প্রতিবেশী আলমগীর বিদ্যুৎ বিলের কাগজ দেওয়ার জন্য শিখার বাসায় নক করলেও কোনো সাড়া না...