২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বিজেপি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক ও ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তাসলিম বিন আজিজের বিরুদ্ধে দায়েরকৃত গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের উপর হামলা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী প্রধান সড়কে জাতীয় ছাত্র সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বিজেপি সিনিয়র যুগ্ম আহবায়ক বিশাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক সুজন, মোঃ জনিউর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টি (জাপার) ছাত্র সমাজ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) জাতীয় ছাত্র সমাজ এক নয়। ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার পর এ ধরনের ভুতুড়ে মামলা প্রত্যাশা নয়। অবিলম্বে সঠিক তদন্ত করে মামলা থেকে...