চট্টগ্রামের হাটহাজারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে নেশাগ্রস্ত তিন ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার চৌধুরী হাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- চৌধুরী পাড়ার বাপ্পী দাশ, ফতেয়াবাদ এলাকার রাজেন্দ্রনাথ সরকার এবং চৌধুরীহাট এলাকার পরিতোষ ধর। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য...