মুখের মেছতার দাগ তুলতে চেয়েছিলেন সুমি আক্তার (২৩)। হয়তো স্বামী বা শাশুড়ির কাছে সৌন্দর্য নিয়ে একবার-দুবার শুনতে হয়েছিল। অথবা সমাজের কটূ মন্তব্য তাকে বিব্রত করেছিল। কিন্তু সেই “সৌন্দর্য” ফিরে পেতে গিয়ে নিজের অজান্তেই সুমি খেয়ে ফেললেন গর্ভপাতের ওষুধ— যার পরিণতিতে ঝরে গেল এক প্রাণ এবং গর্ভের আরেকটি। ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের পানিহাদী গ্রামের এই নারীর মৃত্যুর খবর এখন তোলপাড় তুলেছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটে শনিবার রাতে (২০ সেপ্টেম্বর ২০২৫)। নিহত সুমি ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা। তার বড় ভাই হারেজ মিয়া জানান, সুমিকে কয়েকদিন ধরেই গর্ভপাতের জন্য চাপ দিচ্ছিলেন তার স্বামী সিয়াম (২৭) ও শাশুড়ি খোদেজা খাতুন (৫৫)। কিন্তু সুমি রাজি হননি। সন্তান চেয়েছিলেন তিনি। স্বপ্ন দেখতেন— ছেলের পর এবার একটি মেয়ে হলে নাম রাখবেন আয়েশা। হারেজ বলেন, “আমার বোন স্পষ্ট...