জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত সাদী-বৈশাখী প্যানেল। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়। ছাত্রদল সমর্থিত সাদী-বৈশাখী প্যানেলের অভিযোগ, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে জয়ী করতে প্রশাসন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদল সমর্থিত প্যানেল জানায়, নির্বাচনে কারচুপি, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, পোলিং এজেন্ট নিয়োগে বাধা, জাল ভোট প্রদান, বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বহিরাগত জামায়াতকর্মীদের অবস্থান, অমোচনীয় কালি ব্যবহার না করা এবং ভোট শেষ হওয়ার পরও কয়েকটি হলে ভোটগ্রহণের মতো একাধিক অনিয়ম সংঘটিত হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, এসব অনিয়মের কারণে অনেক শিক্ষক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এবং নির্বাচন কমিশনের...