নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার শফিক মিয়া নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার মো. কুদ্দুসের ছেলে। সোমবার রাতে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে সোনারগাঁ পুরাতন বাজারের করিম খানের ভাড়া বাসায় স্ত্রী সখিনা বেগমকে (৩৮) গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন শফিক। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন...