মানিকগঞ্জ পৌরসভার আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে মা এবং দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার যৌথ মালিকানাধীন মুক্তাদির এবং রাহাত সালমানের ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মা শিখা আক্তার (২৯), ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)।আরো পড়ুন:সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যানিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার মৃত শিখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। শাহীন এক মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন। প্রবাসী শাহীন আহমেদ বছর পাঁচেক আগে শিখা আক্তারকে বিয়ে করেন। এটি শাহীন এবং শিখা আক্তার উভয়ের দ্বিতীয় বিয়ে। এ ঘটনায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ‘‘বন্ধ ফ্ল্যাট...