টাঙ্গাইলের সখীপুরে একই এলাকার ১১ নারী-পুরুষকে শিয়াল ও বানরে কামড়ানোর ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার আড়াইপাড়া গ্রামের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ এলাকায় শিয়াল ও বানর আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীও উদ্বিগ্ন হয়ে পড়েছে। আহত ব্যক্তিরা সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়াইপাড়া বাজার এলাকায় একদল শিয়াল হঠাৎ বিভিন্ন বাড়িতে হাকডাক দিয়ে চড়াও হয়। বাড়ির উঠোনে থাকা লোকজনকে কামড়াতে তেড়ে আসে। লোকজন দৌড়ে ঘরে প্রবেশ করার আগেই স্থানীয় আশপাশের কয়েকটি বাড়ির ১০ নারী-পুরুষকে কামড়ে দেয়। এদিকে মঙ্গলবার সকালেও ঐ এলাকার ১ জন বানরের কামড়ে আহত হয়েছেন। আহতরা হলেন- রেহেনা (৬৫), মর্জিনা(৬০),...