'আওয়ামী লীগ হচ্ছে হারামির দল' বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা শাখা গণতান্ত্রিক যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা শাখা গণতান্ত্রিক যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ মোখলেছুর রহমানকে সভাপতি আর মোঃ সাইফুদ্দিনকে সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. এয়াকুব আলী, উদ্বোধক ছিলেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আমান সোবহান, বিশেষ অতিথি...