২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘাইয়া হাটিতে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের পর কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে নিরীহ পরিবারগুলো এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় দুই পক্ষের বিরোধ ঘিরে এ সংঘর্ষ বাধে। এরপর প্রতিপক্ষের ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, শুধুমাত্র শত্রুপক্ষ নয়, নিরীহ পরিবারগুলোর ঘরও এ হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশরাফ ভুঁইয়ার বাড়ি এখনো পুরুষশূন্য। স্ত্রী-সন্তানরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁর ভাবি তাহমিনা আক্তার অভিযোগ করেন, “আমার ঘর থেকে ১০ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। আমি তো কারও শত্রু নই, তবুও ঘর ভাঙচুর করল। ছোট বাচ্চারা রাতভর কাঁদছে,...