জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আখতার হোসেনের ওপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। একসঙ্গে ফ্যাসিবাদের সময় নিয়োগকৃত সকল আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপরসারন করার দাবীও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকার এবং মন্ত্রণালয় থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই এ ঘটনা ঘটেছে। তাই আমরা সরকার ও মন্ত্রণালয়ের কাছে জবাব চাইবো। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ তার নানা তৎপরতা চালাচ্ছে। আমরা এর আগে জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দের ওপর হত্যার নীল নকশা নিয়ে আক্রমণ দেখেছি। উপদেষ্টা মাহফুজ আলমের এর আগে যখন লন্ডন এবং আমেরিকায় গিয়েছিল, তখন সেখানেও তার ওপর হামলা করার চেষ্টা করা হয়েছে।...