প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পদক্ষেপ নিয়েছেন রাভিচান্দ্রান অশ্বিন। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) নিলামের জন্য নিবন্ধন করেছেন ভারতের অফ স্পিনিং গ্রেট। সংযুক্ত আরব আমিরাতের এই লিগে ১ লাখ ২০ হাজার ডলারের ক্যাটাগরিতে আছেন ৩৯ বছর বয়সী অশ্বিন। টুর্নামেন্টের সর্বোচ্চ ভিত্তি মূল্যের এই ক্যাটাগরিতে তিনি ছাড়া নেই আর কেউ। দুবাইয়ে আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির প্রথম নিলাম। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে অনেকটা চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলাও তাতে থেমে যায়। গত মাসের শেষ দিকে আচমকা আইপিএলকেও বিদায় বলে দেন তিনি। দেশের বাইরের লিগে এখন আর খেলতে বাধা নেই তার। আইপিএল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার সময় বিশ্বের বিভিন্ন লিগে খেলতে চাওয়ার কথা বলেছিলেন অশ্বিন। সেই পথে এবার এক ধাপ...