গাজীপুরের টঙ্গী এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর আগুন নেভানোর সময় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শামীম আহমেদের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি বলেন, ‘সোমবার টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছিল। শামীম আহমেদ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে মারা যান। বাকি তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া...